বাংলাদেশিদের জন্য সম্প্রতি ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ফি প্রযোজ্য হবে। এর আগে এই ফি ছিল ৮০০ টাকা।
আরও পড়ুন: শেষ হচ্ছে ইতালির স্পন্সর ভিসার আবেদন, ‘ক্লিক ডে’ কবে?
আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়।
বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সব ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।
]]>