বুধবার (২ জুলাই) বেলা ১২ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটির কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাবু একই উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার বেলা সোয়া ১ টার দিকে মাঠে ঘাস কাটার জন্য সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটি পার হয়ে ভারত অভ্যন্তরে ঢুকে পড়ে বাবু।
সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় তাদের ছোঁড়া গুলিতে বাবু ঘটনাস্থলে নিহত হয়।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গুলিবর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ৩২ বিএসএফ কমান্ডার জানিয়েছেন বেশ কয়েকজন স্বর্ণ চোরাকারবারি ভারতের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ তাদের উপর গুলিবর্ষণ করে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
চুয়াডাঙ্গা দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ং ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ‘দুপুরে ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় যায়। সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়। আমরা ইব্রাহিম বাবুর লাশ দ্রুত ফেরত চাই।’
]]>