বাংলাদেশকে হারিয়ে চার বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে

৩ সপ্তাহ আগে
একদিন হাতে রেখেই সিলেট টেস্টে নিজেদের করে নিলো জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে চার বছর পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয়ের স্বাদ পেলো ক্রেইগ আরভিনের দল।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বুধবার (২৩ এপ্রিল) ৩ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ফিফটি আর বেন কারানের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

 

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

 

আরও পড়ুন: ইনজুরি সারাতে ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

 

রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে নেন বেনেট ও কারান। তাতে সহজেই জয় পাওয়ার পথ তৈরি হয়েছিল। তবে মাঝে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ একাই ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট।

 

তবে শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগ্রাভা। অষ্টম উইকেট জুটিতে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তারা।

 

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটি ছিল সিলেট স্টেডিয়ামে। যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজরা।

 

আরও পড়ুন: বাংলাদেশের মাঠেও অনার্স বোর্ড চান মিরাজ

 

আর সব মিলিয়ে প্রায় ৪ বছর ২ মাস এবং ১০ ম্যাচ পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয় পেলো দলটি। টেস্টে সবশেষ ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল তারা।

 

সংক্ষিপ্ত স্কোর

 

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩

বাংলাদেশ ২য় ইনিংস: ২৫৫ (শান্ত ৬০, জকের ৫৮, মিরাজ ১১, তাইজুল ১, হাসান ১২, খালেদ ০, নাহিদ ০*; নিয়াউচি ১৮-৪-৪২-১, মুজারাবানি ২০.২-৫-৭২-৬, এনগারাভা ১৯-০-৭৪-১, মাধভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ১৪-৪-২০-২)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৭৪/৭ (কারান ৪৪, বেনেট ৫৪, ওয়েলচ ১০, উইলিয়ামস ৯, আরভাইন ১০, মাধেভেরে ১৯*, মায়াভো ১, মাসাকাদজা ১২, এনগারাভা ৪*; নাহিদ ৫-০-২৪-০, হাসান ৪-১-১৩-০, মিরাজ ২২.১-৮-৫০-৫, খালেদ ৩-১-৬-০, তাইজুল ১৬-০-৭০-২)

ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ব্লেসিং মুজারাবানি

 

]]>
সম্পূর্ণ পড়ুন