লাহোরে আজ (১৩ এপ্রিল) প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৩৫ রান করেছে আয়ারল্যান্ড নারী দল।
টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে দারুণ এক রান আউট করে আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফেরান নাহিদা আক্তার। প্রথম ৫ ওভারে কেবল ৭ রান করে আয়ারল্যান্ড।
তিনে নেমে অ্যামি হান্টার খেলার ধারা পরিবর্তন করেন। অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। রানও তুলেছেন দ্রুত। প্রথম ৫ ওভারে ৭ রান করা দলটি পাওয়ারপ্লে শেষ করে ৪০ রানে।
১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ২৪ রানে ফেরেন লুইস। হান্টার ফেরেন রান আউট হয়ে। ৩৮ বলে ৩৩ রান করেন এই ব্যাটার।
আরও পড়ুন: বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল বিশ্বকাপে খেলবে
চতুর্থ উইকেটে আইরিশদের মাঝারি সংগ্রহের ভিত গড়ে দেন ওরলা প্রেন্ডারগাস্ট এবং লরা ডিলানি। দুজনে মিলে এই উইকেটে গড়েন ৭২ রানের জুটি।
৬৪ বলে ৪১ রান করে দলীয় ১৪৯ আউট হন প্রেন্ডারগাস্ট। তবে লড়াই অব্যাহত রাখেন ডিলানি। ফিফটি করে ৬৩ রানে আউট হন তিনি। ১৮২ রানে তিনি যখন ফেরেন, তখন বড় সংগ্রহ চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।
তবে ডিলানির বিদায়ের পর খুব বড় সংগ্রহ আর দাঁড় করাতে পারেনি তারা। ৪২ ওভারে তিনি যখন আউট হন তখনও ৫১ বল বাকি ছিল ইনিংসের। ওই ৫১ বলে ৫৪ রান করে তার দল। ১৭ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন অরলেন কেলি।
]]>