আগামী মঙ্গলবার (১০ জুন) ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশের অগ্নিপরীক্ষা। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের দল। সেই ম্যাচ খেলতে আজ (শনিবার) রাতেই ঢাকায় পা রাখবে সিঙ্গাপুর দল।
আজ ঈদুল আজহার দিনেই চাঙ্গি বিমানবন্দর থেকে ৪২ জনের বহর নিয়ে আসছে সিঙ্গাপুর। রাত পৌঁনে ১১টায় ঢাকা এসে পৌঁছানোর কথা তাদের। দলে ২৩জন খেলোয়াড় ছাড়াও কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯জন আছেন।
আরও পড়ুন: সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদ উপহার দেয়ার প্রত্যাশা কাবরেরার
এর আগে অবশ্য গতকালই সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন ঢাকায় এসেছেন। আজ তারা উত্তরা আর্মড পুলিশ মাঠ পরিদর্শনে যান। সেখানেই আগামীকাল বিকেল ৪টায় অনুশীলন শুরু করবে তারা।
মূল পর্বে খেলতে এই রাউন্ড বাংলাদেশ-সিঙ্গাপুর তো বটেই গ্রুপের বাকি দুই দল ভারত ও হংকংয়ের জন্যও গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই গ্রুপের কোনো দলই জয় পায়নি। চার দলই নিজ নিজ দেখায় গোলশূন্য ড্র করেছে। ফলে এই রাউন্ডে জয় পেলেই শীর্ষে ওঠার সুযোগ থাকছে। এমনকি গোল ব্যবধানও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাছাই পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দলই শুধু মূলপর্বে খেলার সুযোগ পাবে।