বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত: গোলাম পরওয়ার

২ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর আগে আমাদের প্রিয় ৫ জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল। এতে আল্লাহর আরশ কেঁপে উঠলেও, খুনি হাসিনার হৃদয় একটুও কাঁপেনি।

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে দেশব্যাপী হামলা-মামলা, গুম-খুন, ক্রসফায়ারসহ স্বৈরাচারী হাসিনার নির্দেশে আওয়ামী ক্যাডার বাহীনির নির্যাতনে মানুষের কষ্টের শেষ ছিল না। এখনও যারা ওই ফ্যাসিবাদের
পথ অনুসরণ করতে চাইবে। তাদেরকেও পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও দলের পরিণতি স্মরণ রাখতে হবে।’


শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা জামায়াতে ইসলামীর ১ হাজার ৭০০টি ইউনিটের সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার: ডা. শফিকুর


গোলাম পরওয়ার আরও বলেন, ‘শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, দেশ থেকে ইসলামের নাম মুছে দেওয়ার জন্য আমাদের সব আন্দোলন সংগ্রামকে তছনছ করে দিয়েছিল। সারা দেশে সব অফিস বন্ধ করে দিয়েছিল। আমাদের লাখ লাখ নেতাকর্মীকে গুম-খুন ও কারাগারে আটক করেছিল। সবশেষে আমাদের দলটিও নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু ৪/৫ দিনের মাঝে মহান রব গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীসহ দেশবাসীকে কতবড় নেয়ামত দান করেছেন। সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে গণভবন থেকে বের করে তার সরকারের লুটপাটকারী এমপি-মন্ত্রী ও দলীয় নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মাধ্যমে এটাই প্রমাণ করে ফ্যাসিদের পথে গিয়ে কেউ টিকে থাকতে পারে না।’


তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়।এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে কোরআনের সুশাসন পৌঁছে দিতে চাই। এ কল্যাণ রাষ্ট্র কায়েমে আমরা কোনো বাধা মানাব না। বাংলাদেশে বিরুদ্ধে দুটি ষড়যন্ত্র হয়েছিল। একটি রাষ্ট্রের বিরুদ্ধে। আর অপরটি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। শেখ হাসিনা তার পিতার মিমাংসা করা বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেশে বিভেদ সৃষ্টি ও ইসলামের নাম মুছে দেওয়ার চেষ্টায় মেতেছিল।’

আরও পড়ুন: আ.লীগের রেখে যাওয়া কঙ্কালে গোস্ত ও চামড়া পরাতে চাই: ডা. শফিকুর


জামায়াত সেক্রেটারি বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে যে ভাষায় কথা বলেছিল, এখনও কেউ কেউ হাসিনার মতো কথা বলার চেষ্টা করছে। যারা জামায়াতে ইসলামীকে নিয়ে যড়যন্ত্র করে ফায়দা লুটতে চাইছে-তাদের উদ্দেশ্যে বলব, ধর্ম ব্যবসায়ীরা আমরা না, বরং আমরা ধর্ম পালন করি। শুধু নিজেরা নই, সারা বছর নামাজ, রোজাসহ ধর্মের ভিত্তিতে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জীবন গড়তে কাজ চালিয়ে যাচ্ছি।’


ফেনীর ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উক্ত সভাপতি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও ফেনী জেলার সাবেক আমীর এ.কে.এম শামসুদ্দিন।


আরও পড়ুন: চলে আসেন কাশিমপুর ভালো জায়গা দেব, হাসিনার উদ্দেশে জামায়াত আমির


ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সভাপতি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য এড.এস এম কামাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ,মাওলানা মাহমুদুল হক।

 

]]>
সম্পূর্ণ পড়ুন