ডেসকাট বলেন, ‘পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। ভিডিও অ্যানালাইসিস আমরা দেখেছি, যেটা সবসময় করি, কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম, আরও নিখুঁতভাবে খেলতে পারতাম। তাই এটা বাংলাদেশ হোক বা অন্য কোনো ছোট দল হোক, কাল যারা মাঠে নামবে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে।'
আরও পড়ুন: পরপর দুদিনে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচের অসন্তোষ
কাগজে-কলমে কিংবা শক্তিমত্তা, সব দিক থেকেই ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও টাইগারদের সমীহ করছেন ভারতের সহকারী কোচ ডেসকাট। ‘আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।'
মোস্তাফিজেরও বেশ প্রশংসা করেছেন ডেসকাট। চলতি এশিয়া কাপে বল হাতে দারুণ পারফর্ম করে যাচ্ছেন বাঁহাতি এই বোলার। হংকং চায়নার বিপক্ষে উইকেট শূন্য থাকলেও পরের সবগুলো ম্যাচেই নিয়েছেন উইকেট। বিশেষ করে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
আরও পড়ুন: বিসিবির কোষাগারে কত টাকা আছে?
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও ৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
ডেসকাটে বলেন, ‘মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে, এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আগেও বলেছি, আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। মোস্তাফিজ সম্ভবত সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি।’
]]>