তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। মাঠের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকমাস বাকি থাকলেও সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস জানান, বাংলাদেশ সিরিজ দিয়ে তারা বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান। তাদের প্রথম লক্ষ্যই ছিল নাকি এশিয়াতে ম্যাচ খেলা।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ডাচ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার জন্য আমাদের প্রথম লক্ষ্য ছিল এশিয়াতে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেয়া। আমি মনে করি বাংলাদেশের মতো মানসম্পন্ন একটি দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ আমাদের প্রস্তুতির জন্য একদম পারফেক্ট।’
আরও পড়ুন: আঞ্চলিক ক্রিকেট থেকে নতুন ক্রিকেটার বের করে আনার লক্ষ্য বুলবুলের
বাংলাদেশের জন্য এ সিরিজটা অবশ্য এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ। প্রস্তুতিটা অবশ্য সারার কথা ছিল ভারতের বিপক্ষে সিরিজ খেলে। কিন্তু তারা সিরিজ স্থগিত করায় আমন্ত্রণ জানানো হয় নেদারল্যান্ডসকে। তারাও প্রথমবার বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।
ডাচ অধিনায়ক এ বিষয়ে বলেন, ‘হ্যাঁ, আমাদের জন্য খুবই রোমাঞ্চকর। আমার মনে হয় বিসিবি আমাদের এখানে খেলার যে সুযোগটা দিয়েছে সেটা দারুণ। বিশ্বকাপের আগে আমাদের জন্য দারুণ একটা প্রস্তুতি হবে। এমনকি এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের জন্যও ভালো হবে। আমরা সবাই মুখিয়ে আছি।’
আরও পড়ুন: বল হাতে সাকিব জ্বলে উঠলেও বড় হার দেখল দল
সিরিজ শুরুর আগে নিজেদের আত্মবিশ্বাসী দাবি করলেও, বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশকে হারানোটা কঠিন মনে করছেন এডওয়ার্ডস। তিনি বলেন, ‘এটা অবশ্যই কঠিন— বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগতে থাকে।’