বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় থাকবে সোয়াট

৩ সপ্তাহ আগে
দীর্ঘদিন পর বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে গত ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ম্যাচটি অবশ্য হামজা-জামালরা জিতেছে ২-০ গোলের ব্যবধানে। তবে ম্যাচের এক পর্যায়ে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন স্টেডিয়ামে। আবার তিনজন সমর্থক গ্যালারি টপকে ঢুকে যান মাঠে। তাই ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সোমবার (৯ জুন) জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। পরের দিন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নিরাপত্তা দেবে এই বাহিনী। 

 

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম এবং বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট বাহিনী স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’ 

 

আরও পড়ুন: সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদ উপহার দেয়ার প্রত্যাশা কাবরেরার

 

বসুন্ধরা কিংস অ্যারেনায় একাধিকবার জরিমানার শিকার হয়েছে বাফুফে। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আবার ফুটবল ফিরেছে। বড় অব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির আশঙ্কা থাকবে বাফুফের। 

 

নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন। তাই বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি লোক রাখছে। গাউস বলেছেন, ‘ভুটানের ম্যাচের চেয়ে সিঙ্গাপুর ম্যাচে লোকবল বেশি থাকবে।’ 

 

আরও পড়ুন: জাতীয় স্টেডিয়ামে বাফুফের গেট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা

 

১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা আকাশচুম্বী। অনেক ফুটবলপ্রেমী ঢাকায় গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। সেটি বিবেচনা করে চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি।

]]>
সম্পূর্ণ পড়ুন