বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটধারীদের যে নির্দেশনা দিল বাফুফে

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সামিত সোমদের মতো প্রবাসী তারকা ফুটবলারদের হাত ধরে হারানো ঐতিহ্য ফিরে পেতে মুখিয়ে ফুটবল সংশ্লিষ্ট সবাই। আগামীকাল (১০ জুন) সেই যাত্রার প্রথম লড়াই। আর সেই লড়াইয়ের আগে আজ (৯ জুন) টিকিটধারী দর্শকদের জন্য শেষ মুহূর্তের কিছু নির্দেশনা দিয়েছে বাফুফে।

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাহাড়সম উত্তেজনা বিরাজ করছে। আর সে কারণে বিশৃঙ্খলা এড়াতে শেষ মুহূর্তের কিছু নির্দেশনা দিয়েছে বাফুফে।

 

এক বিবৃতিতে আজ বাফুফে জানায়, ম্যাচের দিন অর্থাৎ আগামীকাল স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর ২টায়। টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে ঢোকার চেষ্টা না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

 

টিকিটধারী দর্শকদের জাতীয় স্টেডিয়ামের ৩ নং গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দাঁড়ানোর জন্য দুটি লেনের ব্যবস্থা করা হবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। তবে এমন সুবিধা সবসময়ের জন্য নয়। ঈদের ছুটি এবং আশেপাশের অফিস বন্ধ থাকায় একবারের জন্য এই সুবিধা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: বাংলাদেশের হয়ে ৩২ ম্যাচেও কোনো পেনাল্টি পাইনি: কাবরেরা

 

স্টেডিয়ামের মধ্যে ব্যাগ, বোতল এবং অতিরিক্ত কোনো সামগ্রী আনা নিষেধ। নকল টিকিটধারী বা টিকিট জালকারী কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সবাইকে নিয়ম মেনে চলা এবং নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করেছে বাফুফে। 

]]>
সম্পূর্ণ পড়ুন