এদিকে, এই ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরপত্তা নিতে চায় বাফুফে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ রাখা হবে জাতীয় স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
প্রায় পাঁচ বছরের সংস্কার শেষে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে তার আঁতুড়ঘরে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও হামজার হোম অভিষেক জাতীয় স্টেডিয়ামে ঢাকাতেই আয়োজন করতে চায় বাফুফে। তবে এখনো অপ্রস্তুত জাতীয় স্টেডিয়াম। তাতেই যত তড়িঘড়ি বাফুফের কম্পিটিশন কমিটির।
নিয়ম অনুযায়ী ম্যাচের এক মাস আগেই এএফসিকে নিশ্চিত করতে হবে ভেন্যু। তাই ২২ মের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত চায় বাফুফে। তবে এখনো বাকি অনেক কাজ। বসেনি ফ্লাডলাইট, প্রস্তুত হয়নি গ্রাউন্ডও।
আরও পড়ুন: অতিরিক্ত ১৫ মিনিট অন্য দিনে, ফুটবলে এমন নজির কি নতুন?
এই ম্যাচে লাল-সবুজ জার্সি গায়ে দেখা যেতে পার হামজা, ফাহমেদুল, সামিত সোম ও কিউবা মিচেলদের। তাই এই ম্যাচ ঘিরে সমর্থক আগ্রহ তুঙ্গে। অনলাইনে বিক্রি করা করা হবে টিকিট। থাকছে সমর্থকদের জন্য ফ্যান জোনও।
বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘সমর্থকদের মাঠে ফেরাতে চাই আমরা। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন, এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে, সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এছাড়া সমর্থকদের জন্য ফ্যান জোন করা হবে, যেখানে বসেও তারা খেলা উপভোগ করতে পারবেন।’
এই ম্যাচের নিরাপত্তা নিয়েও বেশ সজাগ বাফুফে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগ থেকে বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ফেরার পথ কতটা কঠিন হামজাদের জন্য?
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের আগে জাতীয় স্টেডিয়াম ঢাকাতে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে। যদিও এখনো চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ।
]]>