বাংলাদেশ সফরে থাকছেন না বাবর, রিজওয়ান ও শাহিন

৩ সপ্তাহ আগে
ঈদের আগেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফিরতি সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে সালমান আঘার দলের। তবে এই সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই মাঠে নামার কথা ভাবছে পাকিস্তান।

বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজেও এই ৩ তারকাকে মাঠের বাইরে রাখার পরিকল্পনা আছে পিসিবির। টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডের দিকে এই ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এ দুটি সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা পাকিস্তানের নির্বাচকদের।

 

সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, কোচ মাইক হেসন এবং নির্বাচকরা তরুণদের সুযোগ করে দিতে এই ৩ জনকে বিবেচনার বাইরে রেখেছেন। নির্বাচক প্যানেলকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থা। ধুঁকতে থাকা এই দুটো দলের বিপক্ষে নিজেদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণদের খেলাতে চায় বোর্ডটি। সূত্রের ভাষ্য, ‘পরিকল্পনাটা হলো পরিস্থিতি খারাপ হলে নির্বাচকেরা সব সময়ই বাবর, রিজওয়ান ও শাহিনকে ফেরাতে পারবেন।’

 

আরও পড়ুন: রোহিত-কোহলির জন্য বিদায় অনুষ্ঠান করবে অস্ট্রেলিয়া!

 

জুলাইয়ে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। তবে যেকোনো এক পক্ষ থেকে দুটো ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশ সিরিজ শেষ করে লডারহিলে ১, ৩ ও ৪ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগস্টে আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।

 

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক অধঃপতন দেখছে পাকিস্তান। সর্বশেষ বাংলাদেশ সিরিজে জয় পাওয়ার আগে টানা অনেকগুলো সিরিজ হেরেছে তারা। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের ফলাফল খুব একটা সুখকর নয়। তবে তরুণদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে পিসিবি। সে কারণেই বাবর-রিজওয়ানদের ছাড়া নতুন কিছু চেষ্টা করে দেখতে চাইছে বোর্ডটি।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন