মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি বিএমটিএফ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস সভায় যোগ দেন। এরপর সেনাবাহিনী প্রধান বিএমটিএফ লিমিটেডের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।
এ সময় বিএমটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর ওয়াকার-উজ-জামানকে উৎপাদন ক্ষেত্রে বিএমটিএফের সবশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে এর অবদান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানান।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় শিল্পপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, উচ্চমান বজায় রাখা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে বিএমটিএফ লিমিটেডের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সামরিক ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন ওয়াকার-উজ-জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন: সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেডের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।
]]>