এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে আগে থেকেই দর্শকদের উন্মাদনা ছিলো চরমে। সেই উন্মাদনা আরও স্পষ্ট হয়েছে ম্যাচের ঠিক আগ মুহূর্তে। দেশের ফুটবলে এর আগে হয়তো কখনো এত দর্শকের সমাগম হয়নি।
বুক ভরা আশা নিয়ে সমর্থকরা মাঠে এসেছিলেন খেলা দেখতে। যদিও ম্যাচ হেরেছে বাংলাদেশ, তবে সমর্থকদের একেবারে নিরাশ করেননি সমিত-ফাহামেদুলরা। জয় উপহার না দিতে পারলেও নিজেদের খেলার শৈলীতে মুগ্ধ করেছেন ফাহামেদুল-সমিত-হামজারা।
আরও পড়ুন: সিঙ্গাপুরের নাভিশ্বাস তুলেও হেরে গেলো বাংলাদেশ
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরো ম্যাচ তিনি মাঠে বসে দেখেছেন। সংবাদধ্যমে অবশ্য তিনি জানিয়েছেন বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা।
বাংলাদেশের ফুটবলে নবজাগরণ হচ্ছে। নতুন করে দেশের ফুটবলে ফিরছে প্রাণ। তবে ক্রীড়া উপদেষ্টার প্রত্যাশা, বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো খেলবে।
‘হ্যাঁ অবশ্যই, সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ফুটবলের প্রতি যে বিশ্বাস, আস্থা এবং সমর্থনের জায়গাটা; সেটা ফিরিয়ে আনতে পেরেছি। আজকের ম্যাচে আসলে ব্যাড লাক, পুরো ম্যাচেই চান্স তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো ফুটবল খেলবে এটাই প্রত্যাশা।’
আরও পড়ুন: ব্যবধান কমালেন রাকিব, ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের
দেশের বাইরে বিভিন্ন সময় দেখা যায় গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন দর্শক। বাংলাদেশের মাঠেও এমন ঘটনা ঘটেছে একাধিকবার। বসুন্ধরা কিংস অ্যারেনায় এমন ঘটনার জন্য তো বাফুফেকে জরিমানাও গুণতে হয়েছে একাধিকবার। সবশেষ গত ৪ জুন ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।
ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ‘নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নেবো। আসলে আমাদের দর্শকদের ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ করতে গিয়ে ভিড়ের কারণে বা বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এটা দেখবো।’
]]>