বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে কী পরামর্শ দিলেন গম্ভীর?

২ দিন আগে
ভারত-পাকিস্তানের নাটকীয় ফাইনালের মধ্য দিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) পর্দা নেমেছে এশিয়া কাপের। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ফাইনাল শেষে বুলবুলের কাছে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।

এবারের এশিয়া কাপে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে পুরো ‍টুর্নামেন্টে এক সাইফ হাসান ছাড়া আর কোনো ব্যাটারই তেমন আলো ছড়াতে পারেননি। যদিও সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির দেখা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। তাছাড়া আর কোনো ব্যাটারই তেমন চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি। 

 

বাংলাদেশ দলের বোলিং লাইনআপ বর্তমানে অনেকটাই ভালো। তবে ব্যাটিং লাইনআপ একেবারে যাচ্ছে তাই। তাইতো ভারতীয় কোচ গম্ভীর টাইগারদের ব্যাটিং উন্নত করার পরামর্শ দিলেন বিসিবি সভাপতিকে। 

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্রিস ওকস

 

এশিয়া কাপের ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। সেই যোগ্যতাও ছিল। তারপরও সামনে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, প্রতিদিন উন্নতি করছে। মাত্র গৌতম গম্ভীর একটা পরামর্শ দিল আমাকে- আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সাথে একমত।’ 

 

সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। যে কারণে ফাইনালে ওঠা হয়নি লাল-সবুজদের। তবু সাইফ-তাসকিনদের পারফরম্যান্সে খুশি বিসিবি সভাপতি। ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি, শ্রীলঙ্কার সাথেই জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিত ছিল। তবে আফসোস নেই, পারফরম্যান্সে আমি গর্বিত।’ 

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্রিস ওকস

 

তিনি আরও বলেন, ‘গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, ইউএই-পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে, ২৬-এর বিশ্বকাপের ভালো প্রস্তুতি। কিছু ভুল আমরা করেছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা অব্যাহত থাকে।’ 

 

সামনেই আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ। আমিরাত সফরে গিয়ে ক্রিকেটারদের সাথে দেখাও করেছেন বুলবুল। ‘এখানে এসেছি কয়েক ঘণ্টার জন্য। আবার চলে যাব। একটু দেখা করেছি খেলোয়াড়দের সাথে। তারা প্রস্তুতি নিচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন