বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: ফজলুর রহমান

২১ ঘন্টা আগে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই-এফ) সভাপতি মাওলানা ফজলুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে তিনি বলেন, দুই দেশের মধ্যে ঈমানের ঐক্য এমন শক্তিশালী, যা কখনো মুছে দেয়া যাবে না।

 

ধর্মীয় সমাবেশে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণের সক্রিয়তা ও গতিশীল মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন সহিংসতার পরিবর্তে আদর্শের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

 

জেইউআই-এফ সভাপতি জোর দিয়ে বলেন, সম্মেলনে পাকিস্তান প্রতিনিধিদল শুধুমাত্র অংশ নিতে আসেননি, পাকিস্তানি জনগণের পক্ষে বাংলাদেশি ভাইদের কাছে শুভেচ্ছার বার্তা পৌঁছে দিতে এসেছি।

 

আরও পড়ুন: আত্মিক বন্ধনেই যুক্ত বাংলাদেশ ও পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান

 

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ। উপমহাদেশের পণ্ডিতরা এই বিশ্বাসে ঐক্যবদ্ধ যে নবী মুহাম্মদের পরে যে কেউ নবুওয়ত দাবি করবে সে ইসলামের আওতার বাইরে।

سہرودی گراونڈ ڈھاکہ بنگلہ دیش:قائد جمعیت مولانا فضل الرحمٰن مدظلہ کا عالمی ختم نبوت کانفرنس سے خطاب@MoulanaOfficial pic.twitter.com/76JvWGTWg2

— Jamiat Ulama-e-Islam Pakistan (@juipakofficial) November 15, 2025

জেইউআই-এফ প্রধান আশা প্রকাশ করেন যে, এই সম্মেলন দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

 

তিনি বলেন, ‘বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।’

 

তথ্যসূত্র: দ্য ডন
 

]]>
সম্পূর্ণ পড়ুন