এ দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে মানববন্ধন করেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এসময় তারা দ্রুত একাডেমিক কার্যক্রম চালুরও দাবি জানান।
মানববন্ধনে অনুষদ দুটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। ‘‘প্রশাসনের কালক্ষেপণ, মানি না মানব না’’; ‘‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’’; ‘‘বহিরাগত হামলার বিচার চাই’’ এমন নানা শ্লোগানে মুখর ছিল পুরো কর্মসূচি।
শিক্ষার্থী শিবলী সাদী বলেন, ‘আমরা গত ৮ সেপ্টেম্বর ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নিয়েছি কিছু শর্ত সাপেক্ষে। কথা ছিল সেদিন রাতেই প্রশাসনের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু তিন দিন অতিবাহিত হলেও প্রশাসন কোনো স্পষ্ট বার্তা দেয়নি। এতে সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।’
আরও পড়ুন: বাকৃবিতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের বৈঠক
তৃতীয় বর্ষের শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, ‘আমরা প্রশাসনকে ৬টি প্রস্তাবনা দিয়েছি। এর মধ্যে ২ নম্বরে ছিল বহিরাগতদের বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং প্রতিটি প্রবেশ পথে নিরাপত্তা জোরদারের দাবি। কিন্তু প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের প্রস্তাবনার ভিত্তিতে আলোচনা চলছে। তদন্ত কমিটিসহ কয়েকটি কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। খুব দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।’
গত ৩১ আগস্ট রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।
]]>