বসুন্ধরা কিংসকে রুখে দিলো ফর্টিস

২ সপ্তাহ আগে
চলতি মৌসুমে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না গত মৌসুমের ট্রেবল জয়ী দল বসুন্ধরা কিংস। এবার ঘরের মাঠে ফর্টিস এফসির কাছে হোঁচট খেলো তারা। শনিবার (১৮ জানুয়ারি) নিজেদের ডেরায় প্রিমিয়ার লিগের ম্যাচে ফর্টিসের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে কিংস।

তপু বর্মনের দারুণ হেডে শুরুতে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তারপর বিরতির আগ পর্যন্ত দফায় দফায় মেজাজ হারান দুই দলের খেলোয়াড়রা। তবে পিছিয়ে পড়া ফর্টিস সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে। শক্তিশালী কিংসের বিপক্ষে জয় না পেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফর্টিসকে। 

 

এই ম্যাচ দিয়েই আজ শেষ হয় লিগের প্রথম পর্ব। আট ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান স্পোটিং ক্লাব। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রহমতগঞ্জ। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বসুন্ধরা কিংস। 

 

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দামাশেনোর কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন তপু বর্মন। গোল করেই জনপ্রিয় সিনেমা পুস্পার নায়কের অনকরণ করে উদযাপন করেন তিনি। 

 

আরও পড়ুন: রহমতগঞ্জকে হারিয়ে মোহামেডানের সঙ্গে ব্যবধান কমালো আবাহনী

 

অন্যদিকে ফর্টিস গোলের ভালো সুযোগ তৈরি করে ম্যাচের ২৮ মিনিটে। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়া পিয়াস আহমেদ নোভার শট ইসায়াহ এজের গায়ে লেগে চলে যায় গোলমুখে। সেখান থেকে ওমর সার হেড করলেও তপুর গায়ে লেগে বল বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে। 

 

তার কিছুক্ষণ পরেই দামাশেনোকে ফাউল করে বসে ফর্টিসের খেলোয়াড়। সেই ফাইলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়রা তখন ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে উভয় দলের কোচিং স্টাফ এসে পরিস্থিতি শান্ত করে। তার কিছুক্ষণ আগে মেজাজ হারিয়ে আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের ফরোয়ার্ড আতিকুর রহমান ফাহাদ। 

 

দ্বিতীয়ার্ধে কিংসের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে ফর্টিস। ৬৩তম মিনিটে তৃতীয় প্রচেষ্টায় মোহাম্মদ আব্দুল্লাহ’র গোলের সমতায় ফেরে তারা। প্রথম শট তপু ক্লিয়ার করলে বল ফের চলে যায় আব্দুল্লাহ’র কাছে। তার দ্বিতীয় শটও আটকে যায় রক্ষণে। তৃতীয় প্রচেষ্টায় নিখুঁত শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। 

 

আরও পড়ুন: আরও এক ৮০ মিলিয়ন ইউরো-দামের খেলোয়াড় কিনছেন গার্দিওলা

 

৬৮তম মিনিটে দামাশেনোর শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক সারোয়ার জাহান। কর্নানে ইজে হেডে বল জালে জড়ালেও গোল পায়নি কিংস। ওই সময় খেলোয়াড় বদল হওয়ার কারণে ফর্টিসের খেলোয়াড়রা সক্রিয় ছিলেন না। রেফারির নির্দেশে দামাশেনো ফের কর্নার নিলেও কোনও লাভ হয়নি। 

 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু কিংসের রফিকুল এবং পাল্টা আক্রমণ থেকে ফর্টিসের নোভা কেউই গোল আদায় করতে পারেননি। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলের। চলতি লিগে এ নিয়ে আট ম্যাচের পাঁচটিতেই ড্র করলো ফর্টিস এফসি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন