পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। এই আগুনলাগা ফাগুনে কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনা, রম্য বিতর্ক, র্যাম্প প্রদর্শন, পিঠা উৎসবসহ নানা আয়োজনে ঋতুরাজকে বরণ করে নিয়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।