বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে অস্ট্রেলিয়ার আম্পায়ার

৩ দিন আগে
অস্ট্রেলিয়ার পার্থে থার্ড গ্রেড ক্রিকেট ম্যাচে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অল্পের জন্য প্রাণ বাঁচলেও আম্পায়ারিং করার সময় বলের আঘাতে মারাত্মক আহত হন টনি ডি’নব্রেগা। চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছে হাসপাতালে।

নর্থ পার্থের চার্লস ভেরিয়ার্ড রিজার্ভে একটি থার্ড গ্রেড ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করছিলেন টনি। ম্যাচের মাঝেই ব্যাটারের নেয়া জোরালো শট সোজা গিয়ে লাগে আাম্পায়ার টনির মুখের ডানদিকে। তিনি চেষ্টা করেও বলের লাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি।

 

দুর্ঘটনার পরে আম্পায়ার টনিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আম্পায়ারের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে, যা দেখে আঁতকে ওঠাই স্বাভাবিক।

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে করাচির হোটেলে আগুন, প্রাণে বাঁচল ক্রিকেটাররা

 

আম্পায়ারের ডান চোখ ঠিক নিচে জোরালো আঘাত লাগে। চোখের নীচের অংশ এতটাই ফুলে গিয়েছে যে, ঢেকে গিয়েছে পুরো চোখ। চোয়ালে আঘাতের চিহ্ন স্পষ্ট। লাল হয়ে রয়েছে পুরো গাল। ঠোঁটের এক অংশও ফুলে গেছে। সেখানে রক্ত জমে কালশিটে দাগ হয়ে গিয়েছে।

 

ওয়েস্ট ওস্ট্রেলিয়ান আম্পায়ার্স অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় টনির শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে লেখে, ‘ব্যাটারের একটি স্ট্রেট ড্রাইভে বল গিয়ে লাগে টনির মুখের ডান দিকে। সারারাত হাসপাতালে কাটানোর পরে এটা জানা গিয়েছে যে, কোনো হাড় ভাঙার ঘটনা ঘটেনি। যদিও এখনই অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতির উপরে নজর রেখে চলেছেন।’

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টোকস ও রুটের খেলা নিয়ে অনিশ্চয়তা

 

তবে কপাল ভালো যে বল মাথায় আঘাত করেনি। তাহলে ফিল হিউজের মতোই অস্ট্রেলিয়ার ক্রিকেটে আরও একটি কালো দিন লেখা হয়ে যেত।
 

]]>
সম্পূর্ণ পড়ুন