বলিভিয়ার এক উৎসবের উদ্বোধনে হাজার হাজার সঙ্গীতশিল্পী একসঙ্গে গান পরিবেশন করলেন

২ সপ্তাহ আগে
বলিভিয়ার ওরুরো উৎসব শুরু হল সঙ্গীতের এক অনন্যসাধারণ মূর্চ্ছনায়। বলিভিয়ার দ্বিশতবর্ষে নিবেদিত ২৩তম সংস্করণ পালন করতে কমপক্ষে ৭০টি ব্যান্ড ও ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী একসঙ্গে পারফর্ম করেছেন। শনিবার, ২২ ফেব্রুয়ারি। এই উৎসবে তাল মিলিয়ে বাদ্যযন্ত্র পরিবেশন ও নৃত্যের উজ্জ্বল প্রদর্শনী ছিল। বলিভিয়ার বিভিন্ন অঞ্চল থেকে একাধিক ব্যান্ড এই এতে যোগ দিয়ে আঞ্চলিক গান ও সুরের তালে মাতিয়ে দেয়। এই উৎসব ১ মার্চের মূল অনুষ্ঠানের ভূমিকা মাত্র; ওরুরোর পৃষ্টপোষকদের সামনে ধর্মীয় আশীর্বাদ নিয়ে শুরু হয়েছে এই উৎসব। ইউনেস্কোর বিবরণ অনুযায়ী, প্রতি বছর আয়োজিত উজ্জ্বল সাংস্কৃতিক উৎসব হিসেবে ওরুরো কার্নিভাল মিশিয়ে দিয়েছে প্রাক-কলম্বিয়ান ও খ্রিস্টিয় ঐতিহ্য—গান, নাচ ও বিচিত্র পোশাক-পরিচ্ছদের মাধ্যমে। এর সমৃদ্ধ সাংস্কৃতিক গুরুত্ব, ঐতিহাসিক ধারাবাহিকতা এবং আন্দিয়ান ও ঔপনিবেশিক প্রভাবকে সংরক্ষণ করার জন্য এই অনুষ্ঠানকে বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সম্পূর্ণ পড়ুন