ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১৬ জুন) না ফেরার দেশে পাড়ি জমান রমন। মৃত্যুর কয়দিন আগে অজানা কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
মৃত্যুকালে রমন রাই হান্ডার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দিল্লির হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার মেয়ে মান্নারা।

ইন্সটাগ্রামে তিনি লেখেন,
গভীর দুঃখের সাথে আমরা আমাদের স্নেহময় পিতার দুঃখজনক মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি ১৬/০৬/২০২৫ তারিখে আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন। তিনি আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন।
আরও পড়ুন: মৌমাছি থেকে মৃত্যু সঞ্জয়ের লাশ ভারতে আসেনি, চলছে ময়নাতদন্ত
রমন রাই হান্ডার স্ত্রী কামিনী চোপড়া হান্ডা। তাদরে সংসারে মান্নারা ও মিতালি নামে দুইটি কন্যা সন্তান রয়েছে। আগামী ১৮ জুন স্থানীয় সময় দুপুর ১টায় ভারতের মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের আম্বোলির শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
]]>