বর্ষা শেষে বেপরোয়া ডেঙ্গু, আরও ৩ মৃত্যু

৬ দিন আগে
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন রোগী।

নতুন ৩ জনসহ এ বছর ডেঙ্গুতে মোট ৯২ জনের মৃত্যু হল। আর আগস্টের ৬ দিনে প্রাণ গেছে ৯ জনের।

 

বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মারা যাওয়া তিন জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগ এবং একজন রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

 

আরও পড়ুন: মশার প্রকোপ না কমা পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চলবে: চসিক মেয়র

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন