২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪) হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয়া হয় বিভিন্ন ডিসিপ্লিনের সেরাদের হাতে। জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার, নারী সাফ জয়ে অসমান্য অবদান রাখা ঋতু পর্ণা চাকমা দর্শকের ভোটে জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ পুরস্কার জয়ে মিরাজ পেছনে... বিস্তারিত