মানবসভ্যতার ইতিহাস যত পুরাতন, বর্ষবরণের ইতিহাসও তাই। অর্থাৎ সভ্যতার শুরু থেকেই নতুন বছরকে বরণ করার একটা রীতি চলে আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানবগোষ্ঠীর মাঝে। তবে এই বরণ কতটা হৃষ্টচিত্তে?প্রায় প্রতিটি সভ্যতায় বর্ষবরণের ইতিহাস হৃদয়-বিদারক, ভীতিকর আতঙ্কজনক। কারণ প্রতিটি সভ্যতাতেই বর্ষবরণ প্রথার উদ্ভব ধর্মীয় আচার-প্রথা থেকে, যা মূলত পরলৌকিক শক্তি হতে উদ্ভূত ভীতির কাছে নতি স্বীকারের প্রক্রিয়া... বিস্তারিত