বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সফলতা

৩ সপ্তাহ আগে
কোরবানির বর্জ্য অপসারণের ১২ ঘণ্টা টার্গেটে অনেকটাই সফল সিটি করপোরেশন। রাতেও চলে কর্মযজ্ঞ, রাত ৯টার মধ্যে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হন তারা।

উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, অলিগলির ময়লা অপসারণ শেষে কিছুটা পরিষ্কার করা হয়েছে হার্টের আবর্জনাও। এবার ঢাকাবাসীরও আচরণগত বড় পরিবর্তন দেখা গেছে, সিটি করপোরেশনের দেয়া ব্যাগে ময়লা ভরে রেখেছেন নির্দিষ্ট জায়গায়।


শনিবার (৭ জুন) দুপুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করে, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেয় উত্তর সিটি করপোরেশন।


পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সিটি করপোরেশন। টার্গেট পূরণের দিন পেরিয়ে রাতেও কর্মব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা।


এ বছর দুই সিটিত বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় দুই হাজার মাঠ কর্মী। দিনভর অক্লান্ত পরিশ্রম করে এরইমধ্যে দুই সিটির পাড়া মহল্লার অলিগলির বর্জ্য অনেকটাই অপসারণ করতে সক্ষম হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। আশা নির্ধারিত সময়ে শেষ করবেন কাজ।


আরও পড়ুন: পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে, রাতেই খুলনা শহর বর্জ্যমুক্ত করার অভিযান


রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে টার্গেট অনুযায়ী। এবার নগরবাসীও আন্তরিকতা দেখিয়েছে দুর্ভোগ পোহাতে। ঈদের আনন্দ যাতে বিশাদে পরিণত না হয় সেজন্য কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করোপরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন।


কোরবানির প্রথম দিনে নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি করপোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন