বরিশালের ৮ সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ

১ সপ্তাহে আগে
বরিশাল শহরের ৮টি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন প্যাডেল চালিত রিকশা চালকরা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তারা সমাবেশ করেন এবং পরে রিকশা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।


প্যাডেল চালিত রিকশা চালকরা অভিযোগ করেন, নগরীতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় যানজট তীব্র হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যদিও সদর রোডসহ আটটি সড়কে এ ধরনের রিকশা চলাচল নিষিদ্ধ, তবুও নিয়ম মানা হচ্ছে না।

আরও পড়ুন: ভালো নেই তবলা শিল্প

বিষয়টি নিয়ে তারা একাধিকবার বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কাছে আবেদন করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। এসময় তারা সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গীর্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন