মঙ্গলবার (১৭ জুন) বরিশাল জেলহাজত থেকে শেষ কার্যদিবসে আদালতে হাজির করা হয় জেবুন্নেছাকে। এসময় পুলিশ তার বিরুদ্ধে দায়ের হওয়া নতুন তিনটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে।
আদালতের বিচারক আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলাগুলোতেও গ্রেফতার দেখিয়ে পুনরায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা কারাগারে
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জেবুন্নেছা আফরোজ এরইমধ্যে দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। আজকের তিনটি মামলায় নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে এখন মোট পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে, যার মধ্যে রয়েছে একটি হত্যা মামলা। বর্তমানে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন।