বরিশালের ছয়টি আসনে ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


এ সময় লিখিত বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা বলেন, বরিশাল-১ আসন জমা পড়েছে ৫টি মনোনয়ন। বরিশাল-২ আসনে ১১টি, বরিশাল-৩ আসনে ১০টি, বরিশাল-৪ আসনে ৬টি, বরিশাল-৫ আসনে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পর মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।


বরিশাল জেলা রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন বিষয়ক যেকোন অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।


জানা গেছে বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদকে সমর্থন দিয়ে প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী। এছাড়া সবগুলো আসনে প্রার্থী দিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) বিএনপির একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন।


বরিশাল- ১ আসনে প্রার্থীরা হলেন বিএনপির জহির উদ্দিন স্বপন, জামায়াতের হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার, জাতীয় পার্টির (জেপি) অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান(বিদ্রোহী)। নাগরিক ঐক্যর স্বপন সরদার মনোনয়পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি।


আরও পড়ুন: জামায়াতের জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি, মনোনয়নপত্র জমা দিলেন ফুয়াদ


বরিশাল- ২ আসনে বিএনপির সরদার সরফুদ্দিন সান্টু, জামায়াতের মাষ্টার আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নেছার উদ্দিন, গণ অধিকার পরিষদের রনজিৎ বিশ্বাস, এনপিপির মো. সাহেব আলী।


বরিশাল- ৩ আসনে বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, এবি পার্টির ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলনের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, এনডিএফ’র ফখরুল ইসলাম শাহজাাদা মুন্সী, অধিকার পরিষদের ফারদিন ইয়ামিন ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান (বিদ্রোহী)।


বরিশাল- ৪ আসনে বিএনপির রাজীব আহসান, জামায়াতের ইসলাম অধ্যাপক জব্বার, ইসলামী আন্দোলনের মুফতি এসাহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ জাসদের আব্দুস সালাম খোকন।


বরিশাল- ৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার, জামায়াতের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাসদের ডা. মনিষা চক্রবর্তী, এনপিসির আব্দুল হান্নান সিকদার, জাতীয় পার্টির আক্তার হোসেন শপ্রু।


বরিশাল- ৬ আসনে বিএনপির আবুল হোসেন খান, জামায়াতের মুহম্মাদ মাহমুনন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিঞা।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন