বরিশালের খালে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

৪ সপ্তাহ আগে
বরিশালের উজিরপুরের কচাঁ নদীর খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকার ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছে উজিরপুর থানা পুলিশ। 


তারা জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে খালে ভাসমানবস্থায় মরদেহটি উদ্ধার করেন। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বরিশালে আবাসিক হোটেলে মিলল বৃদ্ধের মরদেহ

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ  ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তে সব থানায় অবগত করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন