মঙ্গলবার (১১ মার্চ) রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭), গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা, এবং ভ্যানচালক স্বপন খান (৬০), যিনি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বরিশাল /অরক্ষিত বেড়িবাঁধ, শেষ সম্বল হারানোর শঙ্কায় আড়াই লাখ মানুষ
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানটি উল্টে যায়, ফলে চালক ও এক যাত্রী ছিটকে মহাসড়কে পড়ে যান।
স্থানীয়দের তৎপরতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
]]>