বরিশালে লিটু হত্যার মূল হোতা মিল্টন গ্রেফতার

৬ দিন আগে
বরিশাল নগরীর আলোচিত লিটু সিকদার হত্যা মামলার প্রধান আসামি মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ খান মিল্টনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির সিকদার।


পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন মিল্টন। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় আসামীর এক প্রতিবেশীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিল্টনের বাড়ি পশ্চিম কাউনিয়া এলাকায়। তিনি মৃত শাহজাহান খানের ছেলে।


নিহত লিটু সিকদার (৩২) ছিলেন বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ির বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক (বহিষ্কৃত) সহ-সাংগঠনিক সম্পাদক। গত ৩১ জুলাই সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় গুরুতর আহত হন তার বোন মোসাম্মৎ মুন্নি, যিনি বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


লিটুর বোন মুন্নি বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ খান মিল্টনকে ৫ নম্বর আসামি করা হয়।


মামলার অভিযোগে মুন্নি বলেন, তার ভাই লিটু মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিল্টন ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মিল্টনের নেতৃত্বে হামলাকারীরা তাদের বাড়ি ভাঙচুর, লুটপাট এবং একটি মোটরসাইকেলেও আগুন দেয় বলে অভিযোগ করেন মুন্নি। ইতোমধ্যে মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন: নতুন মামলায় পলক ও মনু গ্রেফতার


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির গাজীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে বিভাজন তৈরি হয়। এই উত্তেজনাকে কাজে লাগিয়ে মিল্টন পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে বলে অভিযোগ।


বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার, গ্রেফতার মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন