বরিশালে নিরাপত্তা জোড়দার, শহরে ১৩টি চেকপোস্ট!

৩ দিন আগে
আওয়ামী লীগের নৈরাজ্যর আশঙ্কায় বরিশাল নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে মাঠপর্যায়ে শুরু হয়েছে বাড়তি পুলিশিং কার্যক্রম। নগরীর ১৩ স্পটে পুলিশ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি ও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

জানা যায়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)।

 

এ নিয়ে পুলিশের বিশেষ শাখা, ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে।

 

আরও পড়ুন: বরিশালে বিএনপির একপক্ষের সভায় আরেক পক্ষের হামলা-ভাঙচুর, আহত ৫

 

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময় বিশেষ গুরুত্বপূর্ণ।

 

এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে।

 

চিঠিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেয়া হলো।

 

আরও পড়ুন: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ‘আওয়ামী লীগের দিকে কড়া নজরদারি রয়েছে। এরইমধ্যে আওয়ামী লীগের তালিকাভুক্ত একজন ১১ মাস পর বরিশালে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বজায় রাখতে নগরীজুড়ে বসানো হয়েছে পুলিশের ১৩টি চেকপোস্ট।
 

]]>
সম্পূর্ণ পড়ুন