আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলা ভুমি অফিসের সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেক।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: দত্তক নেয়া কিশোরীকে নির্যাতনের অভিযোগে বরিশালে গৃহকর্ত্রী আটক
এরআগে তাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাবুগঞ্জের হিজলা মৌজার বিএস ৫০৭ নং দাগের ৪০ শতাংশ জমি জালিয়াতি করে জনৈক বাবুল জমাদ্দারের নামে খতিয়ান দেয়। বাবুল ওই জমি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেছে। জমি মালিক শেখ শামীম মোট ১২ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ জানান, তফিকুর ও বারেক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন। পরে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·