বরিশালে তরুণী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৩ দিন আগে
বরিশালের বাকেরগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুজন বৈরাগী আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামে প্রতিবেশী এক তরুণীকে ধর্ষণ করেন সুজন। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: ফরিদপুরে পাঁচজনের মৃত্যুদণ্ড: পুলিশের সঙ্গে মারমুখী আচরণ আসামিদের

স্থানীয়ভাবে এ রায়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ রায় ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন