বরিশালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৪১

১ সপ্তাহে আগে
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. তোহা (২) নামে ওই শিশুর মৃত্যু হয়। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. সোহেল মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে ছয়জন বরগুনার।


আজ সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৮ জনই বরগুনার। এই বছর বরিশাল বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৪৬ জনে। তার মধ্যে বরগুনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭০০ জন।


বরগুনায় মার্চ থেকে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।


আরও পড়ুন: আজও ডেঙ্গুতে মৃত্যু, বেড়েছে আক্রান্ত


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৪৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বরিশাল সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, ভোলা তিনজন এবং পিরোজপুরে ৯ জন ভর্তি রয়েছেন। ঝালকাঠিতে নতুন ভর্তি নেই।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বিভাগের অন্য জেলাগুলোয় ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বরগুনার অবস্থা উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন