বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ।
তিনি জানান, শনিবার (২৯ নভেম্বর) শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে শিশুটির অবস্থার অবনতি হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই মৃত্যুবরণ করে নবজাতকটি।
আরও পড়ুন: ধানক্ষেতে কান্নার শব্দ, উদ্ধার হলো ফুটফুটে শিশু
জানা যায়, গত ১৬ নভেম্বর ভোররাতে মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে একটি টয়লেট থেকে কান্না শব্দ পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় আব্দুল মতিন হাওলাদার।
উদ্ধারের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শিশুটিকে সমাজসেবা ও উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় লালন-পালনের জন্য স্থানীয় আব্দুল মতিনের কাছে রাখা হয়। এরপর থেকে তিনিই শিশুটির দেখভাল করছিলেন।

১৬ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·