এই ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ জুন) ভোর থেকে খেয়াঘাটে সব ট্রলার চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন ট্রলার চালকরা। এতে উভয় পাড়ের হাজারো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
হামলায় আহত ট্রলার চালক সোহরাব হোসেন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রলার চালকদের দাবি, সরকার নির্ধারিত বেলতলা-চরমোনাই রুটের ট্রলার ভাড়া আট টাকা। কিন্তু গত ৫ আগস্ট থেকে ভাড়া জোরপূর্বক কমিয়ে পাঁচ টাকা আদায়ের চেষ্টা চালিয়ে আসছে।
আরও পড়ুন: বরিশাল চলচ্চিত্র সংসদ’র যাত্রা শুরু
ট্রলার মালিক ও শ্রমিকরা জানান, ঘাট ইজারাদার বহুবার সমঝোতার চেষ্টা করলেও ব্যর্থ হন। রোববার (২২ জুন) রাতে ইউপি সদস্য মামুন ও তার সহযোগীরা কম ভাড়া দিতে চাইলে ট্রলার চালক সোহরাব সরকারের নির্ধারিত ভাড়ার ওপর অনড় থাকেন। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়।
ঘটনার প্রতিবাদে সোমবার ভোর থেকেই সব ট্রলার চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্বাসে বেলা ১১টা থেকে ট্রলার চলাচল পুনরায় শুরু হয়।
আরও পড়ুন: বরিশাল বিভাগজুড়ে আশ্রয়কেন্দ্রের সংকট, ঝুঁকিতে লাখো মানুষ
অভিযুক্ত ইউপি সদস্য মো. মামুন বলেন, ঘাট ইজারাদার অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা বন্ধ করতে আমি তাদের নিষেধ করেছি। কে কাকে মারধর করেছে তা আমার জানা নেই।
]]>