বরিশালে একদিনে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত

২ সপ্তাহ আগে
বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৮২ জন।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।


স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে পাঁচজন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন। ভোলা সদর হাসপাতালে তিনজন। বরগুনায় ৮২, ঝালকাঠিতে তিনজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে পবিপ্রবির আনসার সদস্যের মৃত্যু

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি থেকে বেরোতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।
কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন