মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির। খেলোয়াড়দের আগমন উপলক্ষে বরিশালের বেলস পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানে ঢল নেমেছে নান শ্রেণী-পেশার লাখো মানুষের।
ক্রিকেট নিয়ে বরিশালবাসীর আগ্রহ মুগ্ধ করেছে ফরচুন বরিশালের ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশালবাসীর জন্য ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছেন অনেকেই।
এক ভিডিও বার্তায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, 'আপ্লুত আপনাদের (বরিশালবাসী) ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।'
বরিশালের আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'বরিশাল, তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।'
আরও পড়ুন: বরিশালে তামিমরা রাজসিক সংবর্ধনা পেলেন
বরিশালবাসীর এই ভালোবাসা ছুঁয়ে গেছে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়কেও। ফেসবুকে তিনি লিখেছেন, 'ভালোবাসার অত্যাচার কি, সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সাথে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখবো নাকি এতো বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখবো বুঝতে পারছি না।
তিনি আরও লিখেন, 'প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশী থাকতে পারতাম আপনাদের সাথে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু…।'
]]>