বরিশাল সিটি নির্বাচন বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা

৩ সপ্তাহ আগে
২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশালের সিনিয়র সহকারী জজ ও বিসিসি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি আদেশের জন্য আদালতের বিচারক হাসিবুল হাসান পরবর্তী তারিখে রেখেছেন।

 

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলায় দাবি করা হয়েছে ২০২৩ সালের বিসিসি নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন বাতিল করে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে বিজয়ী ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

 

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের নির্বাচনেও তাপসের ‘নিশ্চিত জয় ছিনিয়ে নেয়া হয়েছিল’। তাই ২০২৩ সালের নির্বাচন সুষ্ঠু হবে না বলে তিনি আগেভাগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু তা সত্ত্বেও তৎকালীন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই-এর সদস্যরা নৌকা প্রতীকধারী প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে সরাসরি কাজ করেছেন বলে অভিযোগ করা হয়।

 

আরও পড়ুন: মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি

 

এছাড়া মামলায় আরও দাবি করা হয়েছে— ইভিএম মেশিনের মাধ্যমে ফলাফল পরিবর্তন, বহিরাগতদের এনে কেন্দ্র দখল, প্রার্থীর ওপর হামলা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, এবং নির্বাচনের দিন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এমনকি ভোটকেন্দ্রে উপস্থিতির হার ২০-২৫ শতাংশ হলেও ফলাফলে অতিরিক্ত ভোট দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

 

মামলায় বলা হয়, ‘ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে ইকবাল হোসেন তাপসই বিজয়ী হতেন।’ তাই নির্বাচন বাতিল করে তাকে মেয়র ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন