তুষারঝড়ে ইন্টার মায়ামির কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগটা পেছানো হয়েছিল ২৪ ঘণ্টা। তার পরেও আবহাওয়া ছিল ভীষণ প্রতিকূল। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকা অবস্থাতেই স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হয় মেসির ইন্টার মায়ামি। কিন্তু বরফশীতল আবহাওয়াতেও টের পাওয়া গেছে মেসির উত্তাপ। বরফঠাণ্ডা উপেক্ষা করে একমাত্র গোলে মায়ামিকে ১-০ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
চিলড্রেন্স মার্সি... বিস্তারিত