শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালীন বরগুনা সরকারি কলেজ এবং বরগুনা আইডিয়াল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত পরীক্ষার্থীরা হলেন- বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া এলাকার বাসিন্দা ইয়াসমিন ও বরগুনা পৌরসভার চরকলোনী এলাকার বাসিন্দা মো. রাসেল মিয়া।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষ থেকে পরীক্ষার্থী ইয়াসমিনকে একটি বিশেষ ধরনের কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইসসহ (মাস্টার কার্ড ডিভাইস) আটক করা হয়। বর্তমানে তিনি বরগুনা সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, বরগুনা আইডিয়াল কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষ থেকে মোঃ রাসেল মিয়াকে একটি স্মার্টফোনসহ হাতেনাতে ধরা হয়।
ফআরও পড়ুন: ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ২০, বহিষ্কার ৩৬
স্মার্টফোনসহ আটক রাসেল মিয়াকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরীর আদালতে হাজির করা হলে তিনি দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে পৃথক দুটি কেন্দ্র থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাসেল মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ইয়াসমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·