বরগুনার স্বাস্থ্য বিভাগের সোমবারের (২২ সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭ জন। এদের মধ্যে ৬ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫১ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭১৫ জন। আমতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন, বেতাগী উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন, বামনা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩১২ জন, পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬০৩ জন এবং তালতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। আর এই মুহূর্তে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩১ জন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৩ জন।
গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী, শুধু বরগুনা জেনারেল হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৩ জন ডেঙ্গু রোগী। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৮ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বেতাগী ও আমতলীতে ২ জন, বামনায় ৪ জন, তালতলীতে ৫ জন এবং পাথরঘাটা উপজেলায় ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়ও জেনারেলের হাসপাতাল বাদে বাকি পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে বর্তমানে চিকিৎসাধীন আছেন আরও ৪৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২০-৩০ বছর বয়সি রোগীর মৃত্যুহার বেশি: স্বাস্থ্যের পরিচালক
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ আশিকুর রহমান বলেন, 'এ বছর বরগুনায় ডেঙ্গু মৌসুমের আগেই স্থানীয়রা ডেঙ্গুতে আক্রান্ত হতে শুরু করেন। তবে বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং মানুষের মাঝে সচেতনতা কমে যাওয়া আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা দিচ্ছি, তবে আক্রান্তের সংখ্যা কমাতে সকলের সচেতন হওয়ার বিকল্প নেই।'