বরগুনায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
বরগুনার বামনায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 


নিহত মো.  আজিজুল বামনা উপজেলার তালেশ্বর গ্রামের  মো. ফারুক হোসেনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, চালক আজিজুলকে গলাকেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য আমরা সচেষ্ট আছি।


আরও পড়ুন:  নিজ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ, গলাকাটা অবস্থায় মিলল স্ত্রীর লাশ

 

বাদল মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেয়ার শব্দ পান তিনি। সেখানে গিয়ে রাস্তায় রক্ত দেখে পরে সামনে গিয়ে রাস্তায় রক্ত দেখে ডাকচিৎকার দিলে লোকজন ছুটে আসে এবং ডোবার ভিতর মরদেহ দেখতে পায়। এরপর সাথে সাথেই বিষয়টি পুলিশকে জানানো হয়।’


এ বিষয়ে পাথরঘাটা বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, তিনিসহ পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং খুনের রহস্য উদঘাটনে কাজ করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন