রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা সদর উপজেলা পরিষদের ভেতর থেকে মাদকসেবী সন্দেহে তাদের আটক করে পুলিশ। পরে রাতে তাদের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসলে রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
তারা হলেন, সদর উপজেলার ঢলুয়া এলাকার মো. দেলোয়ার হাওলাদারের ছেলে মোহাম্মদ মিঠুন(২৭), পৌর শহরের শাহাপট্টি এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মাহমুদুল হাসান (৪৩), পশ্চিম বরগুনার মো. আলি আকবরের ছেলে মো. সোহাগ (৪৪), ডিকেপি রোডের তোফায়েল মিয়ার ছেলে মোহাম্মদ মহসিন (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে মো. ফারুক( ৩৮), কলেজ রোডের মৃত শানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৬)।
আরও পড়ুন: মাদকসহ নারী ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে দেয়ায় এএসআই বরখাস্ত
পুলিশ জানায়, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে বরগুনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের ভিতরে অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় মাদকসেবী সন্দেহে ছয় জনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আটক ৬ জনের ডোপ টেস্ট পজিটিভ আসে। তাই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে হাজির করা হয়। এসময় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।