বুধবার (২ জুলাই) বরগুনা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭১ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ২ জন, তালতলীতে ৫ জন এবং পাথরঘাটা ও বামনায় ৬ জন করে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৬ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৪ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ১৩ জন এবং তালতলীতে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।
সদর উপজেলায় সর্বাধিক আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ২ হাজার ৮০১ জন। অন্যান্য উপজেলায় তালতলী ৪২ জন, বামনা ৮৫ জন, বেতাগী ৩১ জন, আমতলী ৩৩ জন এবং পাথরঘাটায় ১২৬ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: বরগুনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর লাঠিচার্জ
জেলায় ডেঙ্গুতে মৃত ২৭ জনের মধ্যে ২৪ জন বরগুনা সদর উপজেলার, পাথরঘাটায় ১ জন এবং বেতাগীতে ২ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই এটি নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা সেবা দিতে আমরা চরম সংকটে পড়েছি। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি জেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
]]>