স্বজনরা জানান, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও শারীরিক জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল নেয়ার উদ্যোগ নেয়া হয়, তবে এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনায় নতুন করে আরও ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জনে।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২৪১ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ২০৬ জন। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সময় সংবাদে প্রতিবেদনের পর বরগুনার মানহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু
বরগুনা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাহমুদ মুর্শিদ শুভ বলেন, ‘দিন যত যাচ্ছে, আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবেলায় জনগণের সচেতনতা জরুরি। পাশাপাশি ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।’
]]>