বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ হাজার

৪ সপ্তাহ আগে
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ হাজার অতিক্রম করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০ জন।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো: বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৪২ জন, আমতলীতে ৭৪ জন, বেতাগীতে ১১১ জন, বামনায় ২৫৩ জন, পাথরঘাটায় ৪৫৪ জন এবং তালতলীতে ১৪৬ জন।

 

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলার ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ৩৬ জন, বেতাগীতে ৩ জন, পাথরঘাটায় ৩ জন এবং বামনায় ১ জনের মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ২৬ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ৯ জন, পাথরঘাটায় ৭ জন এবং তালতলীতে ২ জন।

 

আরও পড়ুন: বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৪ জন

 

বর্তমানে জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯০ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৫৩ জন, আমতলীতে ২ জন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় ১৪ জন এবং বেতাগী ও তালতলীতে ৩ জন করে রোগী ভর্তি রয়েছেন।

 

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সাম্প্রতিক বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করছে। বৃষ্টি কমলে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’

 

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘শুধু সচেতনতা নয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এ পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন