চলতি বছরের জানুয়ারিতে ধারে শেফিল্ড ইউনাইটেডে যান হামজা চৌধুরী। চুক্তি অনুযায়ী মৌসুম শেষ করে আবারও লেস্টার সিটিতে ফিরে আসেন হামজা। এর মাঝে দুবার তিনি বাংলাদেশে এসেছিলেন। এই ছয় মাসে লাল-সবুজের জার্সিতে তিনটি ম্যাচও খেলে ফেলেছেন হামজা। এই সময়ের মধ্যেই আবার তার মূল দল লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে প্রিমিয়ার লিগ থেকে। এর জেরে বরখাস্ত হলেন লেস্টারের কোচ রুড ফন নিস্টলবয়।
ধারের চুক্তিতে হামজা শেফিল্ডে যাওয়ার আগেই লেস্টার সিটির দায়িত্ব নেন নিস্টলবয়। তার আগে অল্প সময়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ ছিলেন তিনি। নিস্টলরয় কোচের দায়িত্ব নেওয়ার আগেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিচের দিকে নামতে শুরু করে লেস্টার। নিস্টলরয় দায়িত্ব নিয়েও সেই ধস থামাতে পারেননি।
আরও পড়ুন: ৩০০ গোলে মেসি-রোনালদো-এমবাপ্পের চেয়েও দ্রুততম হল্যান্ড
নিস্টলরয়ের কোচিংয়ে ২৭ ম্যাচে ১৯টিতেই হারের তেতো স্বাদ পায় লেস্টার সিটি। জয় পেয়েছে কেবল পাঁচটি ম্যাচ।
লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতেই দলটির অবনমন নিশ্চিত হয়ে যায়। তারপরও মৌসুম শেষ করার সুযোগ পান নিস্টলরয়। এরপর প্রায় এক মাস চাকরিতে বহাল তবিয়তে থাকার পর এবার তাকে বিদায় নিতে হলো। বিদায়বেলায় ক্লাবকে শুভকামনা জানিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার।
আরও পড়ুন: শেষ ষোলোতে কে কাকে পেল?
২০১৫ সালে লেস্টারে নাম লেখান হামজা চৌধুরী। এরপর ২০১৫–১৬ ও ২০১৬–১৭ মৌসুমে ধারের চুক্তিতে বার্টন অ্যালবিওনে খেলেন তিনি। তারপর লেস্টারে ফিরে টানা ছয় মৌসুম খেলেন প্রিমিয়ার লিগে। ২০২২–২৩ মৌসুমে আবার তাকে ধারে পাঠানো হয় ওয়াটফোর্ডে। সেখান থেকে ফিরে ২০২৩–২৪ মৌসুম এবং ২০২৪–২৫ মৌসুমের প্রথম ভাগটা লেস্টারেই খেলেন।
এরপর এ বছরের জানুয়ারিতে আবার তাকে ধারে পাঠোনো হয় শেফিল্ডে। সেখান থেকে ফিরে এখন আবার লেস্টারের সঙ্গে প্রাক-মৌসুম অনুশীলন শুরু করেছেন হামজা। লেস্টারের সঙ্গে হামজার বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
]]>